নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি’র সদ্য অনুষ্ঠিত কমিটিতে চরম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সংগ্রামী ও ত্যাগী নেতা কর্মীদের ব্যতিরেকে অর্থের বিনিময়ে অনুপ্রবেশকারী ও ফ্যাসিস্টদের সদস্য এবং আত্মীয়করণের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ ত্যাগী নেতা-কর্মীদের।
নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের আর্শীবাদপুষ্ঠ ও শুভাকাংক্ষী ছাড়া কমিটিতে স্থান পাওয়া যেন দু:স্বপ্ন। গঠিত কমিটিতে অধিকাংশই অনুপ্রবেশকারী ও ফ্যাসিস্ট। অনেকে আগে বিএনপি করতেন, কিন্তু বিগত সাড়ে ১৬ বছর ফ্যাসিস্ট সরকার দলীয় নেতা-কর্মীদের সাথে থেকে বিভিন্ন সুবিধা নিয়েছেন তার মধ্যে অন্যতম ইতনা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শেখ মো: রইচ উদ্দিন পলু। দুর্নীতিতে গা’ভাঁসাতে তিনি বিগত ২০১৮ সালের ৫মার্চ উপজেলার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ও পত্রিকায় ঘোষনা দিয়ে বিএনপি’র দল এবং সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম ও পদ হইতে পদত্যাগ করলেও গঠিত কমিটিতে সহ-সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। বিতর্কিত এহেন কমিটি প্রকাশের পর ক্ষোভে অনেক ত্যাগী নেতা-কর্মী দল থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক ও সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: কায়েস আহম্মেদ ইছাহাকসহ উপজেলার শত শত নেতা-কর্মী দলত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। বিতর্কিত কমিটি বিলুপ্ত করে রাজপথের প্রকৃত ত্যাগী নেতা-কর্মীর সমন্ময়ে নতুন কমিটি গঠনের লক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন বঞ্চিত ত্যাগী নেতা-কর্মীরা।
Be the first to comment on "বিএনপি’র কমিটিতে ফ্যাসিস্টদের অভয়ারণ্য"