নিউজ ডেস্ক : টুইঙ্কাল খান্নাকে হঠাৎই এক টুইটারাইট রূঢ় ভাষায় যেচে পরামর্শ দিয়েছেন, তিনি এখন বিবাহিত। তাঁর উচিৎ তাঁর স্বামী অক্ষয় কুমারের পদবি ব্যবহার করা, খান্না নয়। তাঁর বাবা ছিলেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নায়। এরপরই নিজের টুইটার পেজে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জবাব দেন টুইঙ্কাল। তিনি লেখেন আমার পদবি খান্নাই, এবং সবসময় খান্নাই থাকবে। এরসঙ্গে তিনি একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন #MarriedNotBranded, অর্থাৎ বিবাহিত, ব্র্যান্ডেড নয়।
এখানেই থামেননি টুইঙ্কাল। সেই ভদ্রলোককে মধুর ভাষায় পাল্টা ঠুকতেও ছাড়েননি টুইঙ্কাল। তিনি জানিয়েছেন, যদি তাঁকে একান্তই স্বামীর পদবি ব্যবহার করতে হয়, তাহলে সেটা হবে ভাটিয়া। কারণ, অক্ষয় কুমারের আসল নাম রাজীব ভাটিয়া।
মিসেস ফানি বোনস নামে টুইটারে জনপ্রিয় টুইঙ্কাল। ২০০১ সালে বিয়ে হয়েছিল টুইঙ্কালের অক্ষয়ের সঙ্গে। তাঁদের দুটি সন্তানও রয়েছে।
সূত্র: এবিপি আনন্দ
বিয়ে হলেও পদবি বদল নয়, জবাব টুইঙ্কালের

Be the first to comment on "বিয়ে হলেও পদবি বদল নয়, জবাব টুইঙ্কালের"