শিরোনাম

রাজশাহীতে পৌনে তিন কোটি টাকার মাদক ধ্বংস

নিউজ ডেস্ক : রাজশাহীতে প্রায় পৌনে তিন কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে বিজিবি-১ এর ব্যাটালিয়ন সদর দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘মাদক যুব সমাজ ধ্বংসের হাতিয়ার। এর বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেনসিডিল, ১৯৮ বোতল বিদেশি মদ, ২৮ লিটার দেশি মদ, ১ কেজি ৫৪০ গ্রাম হেরোইন, ৯৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা। এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ২ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।

২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত মালিকানাহীন এসব মাদক জব্দ করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিজিবি’র রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান ও ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ ।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে পৌনে তিন কোটি টাকার মাদক ধ্বংস"

Leave a comment

Your email address will not be published.


*