সালাহউদ্দিন রাজন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: উপজেলার কালনা গ্রামের সোহেল খা (৪৩) নামে একজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১ টার দিকে কালনা গ্রামের চুন্নু মুন্সির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোহেল খা পৌর এলাকার মাইটকুমড়া গ্রামের ইউনুস খা’র ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ির পার্শ্ববর্তি মাসুমের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরামবোর্ড খেলেছেন তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেছেন। তবে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি পরিবার। পরেরদিন শুক্রবার বেলা দুপুর একটার দিকে চুন্নু মুন্সির পুকুর তার মরদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন ও পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Be the first to comment on "লোহাগড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু"