নিউজ ডেস্ক : জাতীয় দলকে এখনই বিদায় বলতে চান না পাকিস্তানের রহস্যময়ী স্পিনার সাঈদ আজমল। তাইতো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদায়ী ম্যাচের প্রস্তাবে ‘না’ সূচক মন্তব্য করলেন এক সময়ের বোলিং র্যাংকিংয়ের শীর্ষে থাকা এ তারকা।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনকে দেওয়া এক সাক্ষাতকারে আজমল জানান, ‘এই মুহূর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলার কোনো ইচ্ছেই আমার নেই। আমি এখন দলে ফিরতে কঠোর পরিশ্রম করছি আর ন্যাশনাল টি-২০ কাপেও আমি ভালো পারফরম্যান্স করেছি।’
এর আগে পিসিবি’র নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি এক টুইটের মাধ্যমে জানান, আফ্রিদি ও আজমলকে একটি চ্যারিটি ম্যাচের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সুযোগ করিয়ে দেওয়া হবে।
সর্বশেষ ন্যাশনাল টি-২০ কাপে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন আজমল। যেখানে তিনি ৯ ম্যাচে ৬.২৮ ইকোনোমিতে ১১ গড়ে ২০টি উইকেট নিয়েছিলেন। আর পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট ও ১১৩টি ওয়ানডে খেলা আজমল জানান, বোর্ডের উচিৎ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া, যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সুনিল নারাইনকে দিয়েছিল।

Be the first to comment on "আফ্রিদির সঙ্গে বিদায় চান না আজমল"