নিউজ ডেস্ক : শুধু রাজধানীতে নয়, দেশব্যাপী অভিযান চালাতে পারবে পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সম্প্রতি আইজিপি স্বাক্ষরিত এক আদেশে সিটিটিসিকে এ ক্ষমতা দেয়া হয়।
পুলিশ সদর দফতরের সূত্র জানায়, আইজিপির পূর্বানুমতি সাপেক্ষে তিন শর্তে দেশের যে কোন স্থানে অভিযান চালাতে পারবে সিটিটিসি। সূত্রগুলো জানায়, ঢাকা মহানগরের বাইরে জঙ্গি, উগ্রবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান, তল্লাশী, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং জিম্মি উদ্ধারে কাজ করতে পারবে সিটিটিসি। পুলিশ সদর দফতর জানায়, বাইরে অভিযানের সময় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) বা মেট্রোপলিটন কমিশনারকে অবহিত করে অভিযান পরিচালনা করবে।
উল্লেখ্য, দেশে জঙ্গি ও উগ্রবাদী তৎপরতা রোধে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিটিটিসি গঠন করা হয়। এই ইউনিটের প্রধান করা হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামকে। ৬১১ জন সদস্য নিয়ে এই ইউনিট কাজ শুরু করে।

Be the first to comment on "দেশব্যাপীও অভিযান চালাতে পারবে সিটিটিসি"