শিরোনাম

পুলিশের ‘মিস ফায়ারে’ রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর পল্টন এলাকায় পুলিশের গুলিতে মো. হানিফ (৩৫) নামে এক রিকশাচালক জখম হয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় পল্টন পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

এরপরই পল্টন থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) আবু সিদ্দিক ওই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

এ প্রসঙ্গে মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওই রিকশাচালকের পিঠে এবং ডান হাতে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটা ‘মিস ফায়ার’ ছিলো। রাবার বুলেট লেগেছে ওই রিকশা চালকের, তবে তিনি এখন শঙ্কা মুক্ত।

basic-bank

Be the first to comment on "পুলিশের ‘মিস ফায়ারে’ রিকশাচালক আহত"

Leave a comment

Your email address will not be published.


*