শিরোনাম

আলেপ্পোয় গাড়িবহরে হামলায় দায়ী রাশিয়া॥ যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : সিরিয়ার আলেপ্পোয় ত্রাণবাহী গাড়িবহরে হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। হামলার ঘটনাটিকে মানবিক ট্র্যাজেডি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দাবি করেছে, ওই হামলায় রাশিয়ার দুইটি যুদ্ধ বিমান অংশ নিয়েছে। আজ বুধবার মার্কিন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তার দাবি করেন, উরাম আল-কুবরায় ত্রাণবাহী গাড়িবহরে হামলায় রাশিয়ার এসইউ-২৪ মডেলের দুটি যুদ্ধবিমান অংশ নেয়।
এদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র বেন রোডেস পরে জানিয়েছেন, এ হামলায় সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী নতুবা রাশিয়া জড়িত। যদিও যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেছে রাশিয়া। রাশিয়ার দাবি প্লেন হামলার কারণে এ ঘটনা ঘটেনি। এটি নিছক দুর্ঘটনা। আর এ দুর্ঘটনার সূত্রপাত কোনো ধরনের অগ্নিকাণ্ডের জন্য হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ দাবি ভিত্তিহীন।
এর আগে সোমবার রাতে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। বহরে অন্তত ৭৮ হাজার মানুষের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় পণ্য ছিল। ওই হামলায় ত্রাণ কাজে নিয়োজিত অন্তত ১২ জন কর্মী নিহত হন বলে জানিয়েছে সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণরত একটি মানবাধিকার সংস্থা।

basic-bank

Be the first to comment on "আলেপ্পোয় গাড়িবহরে হামলায় দায়ী রাশিয়া॥ যুক্তরাষ্ট্র"

Leave a comment

Your email address will not be published.


*