নিউজ ডেস্ক : বলিউড ইন্ড্রাস্ট্রিতে ২৫ বছর কাটিয়ে ফেললেন কিন্তু কেউই অজয় দেবগনকে তার অবস্থান থেকে সরাতে পারেনি। তাহলে হঠাৎ কী হলো তার। নাকি সময়ের স্রোতে এবার তিনিও গা ভাসালেন। তবে যা-ই বলুন না কেন, অজয় এখনো পাশে পাচ্ছেন সমালোচকদের। তারা বলছেন, ‘শিবা’ ছবিটির চিত্রনাট্যই নাকি এমন। আর সেজন্যই অজয়কে চুমু খেতে হয়েছে সহশিল্পী পোলিশ তারকা এরিকা কারকে।
আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ‘শিবা’ ছবির ‘দরখাস্ত’ গানটি প্রকাশ করা হবে। সে গানেরই একটি স্থির চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে এরিকাকে চুমু খেতে দেখা গেছে অজয়কে।
আগস্ট মাসে মুক্তি পেয়েছে ‘শিবা’ ছবির ট্রেলার। অ্যাকশনে ভরপুর এ ছবিটিতে রোমান্সের পরিমাণ যে খুব কম তার ইঙ্গিত ট্রেলারেই দেয়া হয়েছে। তাই বিন্দু পরিমাণ সময়ের মধ্যে সিন্ধু পরিমাণ রোমান্স দেখানোরই বোধহয় চেষ্টা করা হয়েছে। ‘শিবা’ ছবিটি অজয় দেবগন নিজেই পরিচালনা করছেন। ছবিটির মাধ্যমে এক বছরেরও বেশি সময় পর পর্দায় ফিরছেন অজয়। সূত্র : বলিউড লাইফ
২৫ বছরের রেকর্ড ভাঙলেন অজয় দেবগন

Be the first to comment on "২৫ বছরের রেকর্ড ভাঙলেন অজয় দেবগন"