শিরোনাম

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রফিকুল ইসলাম পিকুল (নড়াইল) প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে প্রবাসী কাদের শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে তার গাছ পরিষ্কারের জন্য। এ সময় অসাবধানতাবশত গাছের ডগায় পাড়া দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে যায় এবং বুকে-মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, বেলা ১২টার দিকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে একজন কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*