নিউজ ডেস্ক : গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের বেশ কয়েকটি সেট বিস্ফোরণের ঘটনার পর সব নোট সেভেন পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। ফোনটির ব্যাটারিজনিত বেশকিছু অভিযোগ পাওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
স্যামসাং এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বরের আগে কেনা সব গ্যালাক্সি নোট সেভেন ২১ সেপ্টেম্বরের মধ্যে স্যামসাং অনুমোদিত দোকানে জমা দিলে নতুন ফোন পাবেন ক্রেতারা।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট গ্যালাক্সি নোট সেভেন বাজারে ছাড়ার পর ১ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী সেটটির ব্যাটারিজনিত সমস্যার অভিযোগ পায় কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে স্যামসাং ঘটনা তদন্ত করে তার সত্যতা পায়। ফলে স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন সারাবিশ্বে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল স্যামসাং।
ঘটনার পর থেকে স্যামসাং তাদের অংশীদারদের সঙ্গে বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করে এবং সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে এক বিবৃতিতে জানায় তারা।

Be the first to comment on "গ্যালাক্সি নোট সেভেন বদলে দিচ্ছে স্যামসাং"