নিউজ ডেস্ক : নড়াইলে পুলিশী অভিযানে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়া (২৪) সহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃকদের মধ্যে রয়েছে নড়াইল সদর থানায় ৭ জন, লোহাগড়া থানায় ৭ জন, কালিয়া থানায় ২ জন এবং নড়াগাত থানায় ২জন।
জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার কক্ষ থেকে জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, ছাত্র সংবাদ পত্রিকা, সদস্য ফরমসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। শিপন আগদিয়া গ্রামের মো. হাবিবার মিয়ার ছেলে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, বিভিন্ন মামলা ও অভিযোগে জেলার চারটি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ আসামিকে গ্রেফতার করেছে। জঙ্গি ও নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Be the first to comment on "নড়াইলে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিসহ আটক ১৮"