নিউজ ডেস্ক : পাকিস্তান টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছেছিল আগেই। কিন্তু শীর্ষে পৌঁছালেও আইসিসি প্রচলিত সেই রাজদণ্ডটাই এতদিন হাতে ছিল না পাকিস্তানের। অবশেষে বুধবার রাজদণ্ডের প্রতীক ‘গদা’ হাতে পেয়েছেন পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মিসবাহকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক তুলে দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
২০০৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত হয়ে আছে পাকিস্তান। আর সেই পাকিস্তানেই এমন প্রতীক পাওয়ায় উচ্ছ্বাসটা আর চেপে রাখেননি পাকিস্তান অধিনায়ক, ‘রাজদণ্ডের এই প্রতীক হাতে পাওয়ার জন্য এমন জায়গা আর হতে পারে না। যেখানে সর্বশেষ টেস্ট খেলেছিলাম ৭ বছর আগে।’
তিনি আরও যোগ করেন, ‘এটা বলতে গেলে অনেকটা বিদ্রুপেরই। কারণ র্যাংকিংয়ের শীর্ষ স্থানটা পেয়েছি পাকিস্তানের বাইরে খেলে।’
পাকিস্তানের হাতে গদা তুলে দিয়ে আইসিসি প্রধান নির্বাহী রিচার্ডসন বলেছেন, ‘ এটা একটা স্মরণীয় অর্জন। মিসবাহ, পাকিস্তান দল ও পিসিবিকে অভিনন্দন জানাই।’
২০০৩ সালে র্যাংকিং পদ্ধতি চালুর পর এই প্রথম টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ আসনটা দখল করার সুযোগ পেলো পাকিস্তান। পাকিস্তানের আগে এই শীর্ষ আসনটা পেয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

Be the first to comment on "রাজদণ্ড পেলো পাকিস্তান"