শিরোনাম

রাত ৯টার পর প্রেমিক-প্রেমিকাকে এক সঙ্গে দেখলেই বিয়ে!

নিউজ ডেস্ক : বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং তরুণ-তরুণীদের প্রেম করা রুখতে এক অদ্ভুত নিয়ম চালু হয়েছে ইন্দোনেশিয়াতে। রাত ৯টার পর প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে দেখলে একপ্রকার জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হবে তাঁদের। খবর সংবাদ প্রতিদিনের। ইন্দোনেশিয়ার একটি জেলায় সম্প্রতি এমনই আইন চালু হয়েছে। এক বেসরকারি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ইন্দোনেশিয়ার প্ররুয়াকারতা জেলার এই আইন জারি করা হয়েছে। আইনে বলা হয়েছে, রাত ৯টার পর যদি কোনও জুটিকে একসঙ্গে বাইরে দেখা যায়, তবে তাঁদের বিয়ে দেওয়া হবে। পাশাপাশি আইন অনুযায়ী রাত ৯টার পর কোনও অবিবাহিত পুরুষ যদি কোনও বান্ধবীর বাড়িতে রাত কাটান, তাঁদেরও বিয়ে দিয়ে দেওয়া হবে। প্ররুয়াকারতার জেলা প্রশাসক দিয়াদি মালিদি বলেন, ”যে গ্রামে আইনটির বাস্তবায়ন হবে না সে গ্রামে সরকারি ভাতা দেওয়া বন্ধ করা হবে।” পাশাপাশি তিনি আরও জানান, কোনও যুবক যদি তাঁর আত্মীয় নন এমন মহিলার বাড়িতে রাত কাটাতে চান, তবে তাঁকে অবশ্যই শনাক্তকরণ কার্ড সংগ্রহ করতে হবে।

basic-bank

Be the first to comment on "রাত ৯টার পর প্রেমিক-প্রেমিকাকে এক সঙ্গে দেখলেই বিয়ে!"

Leave a comment

Your email address will not be published.


*