নিউজ ডেস্ক ॥ লোহাগড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (৭জানুয়ারী) সকাল ১১টায় নাট মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের আয়োজনে বাবু মধুসূধন শীলের সভাপতিত্বে ও অলোক পান্ডের পরিচালনায় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যূঞ্জয় দাশ, উপদেষ্টা বালা কমল কৃষ্ণ, সদস্য প্রদীপ ব্যানার্জি, যুগ্ন সাধারন সম্পাদক রূপক মুখার্জি। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাত বিশ্বাস, বিমল কুন্ডু, শেখ মফিজুর রহমান, সৈয়দ শরীফুল ইসলাম সরু, তপন বিশ্বাস, কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল, রাজিয়া সুলতানা বিউটি, কিশোর রায়, মিহির কর্মকার, কাজল পাল প্রমুখ। পরে মেয়রকে উপহার স্বরুপ একটি শাল চাদর প্রদান করা হয়।
লোহাগড়ায় মেয়রকে সংবর্ধনা
লোহাগড়ায় মেয়রকে সংবর্ধনা
Be the first to comment on "লোহাগড়ায় মেয়রকে সংবর্ধনা"