নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় হামলার ঘটনায় আটক সন্দেহভাজন পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ না পাওয়ায় পুলিশ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূখ্য বিচারিক হাকিম মো. আব্দুস ছালাম খান এ আদেশ দেন। এ সময় সন্দেহভাজন পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, তদন্ত শেষে আটক পাঁচজনের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি।
উল্লেখ্য, ঈদ উল ফিতরের দিন সকালে শোলাকিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ওই পাঁচজনকে ঘটনাস্থলের আশপাশ থেকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আটক করা হয়েছিল। তারা হলেন শোলাকিয়া গরুরহাট এলাকার মামুনুর রশিদ (২৭), শহরের বয়লা এলাকার মো. সানাউল্লাহ (৩০), বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকার সোহেল মিয়া (২০), ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার তারা মিয়া (২৫) ও শহরের তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব (২৬)।
ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন।

Be the first to comment on "শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক পাঁচজনকে অব্যাহতি"