নিউজ ডেস্ক : আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আইসিটি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
মঙ্গলবার সকালে নিউইয়র্কের ওয়ান ইউএন মিলেনিয়াম প্লাজা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়কে ‘ডিজিটাল বাংলাদেশের পথে’ বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য “আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকের সহায়তা করায় ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স এন্ড কম্পিটেটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ^বিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করে।
সজীব ওয়াজেদ জয়ের পুরষ্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, বাংলাদেশ প্রযুক্তি ক্ষেত্রে আজ বিশে^র কাছে দিনে দিনে রোল মডেল হয়ে উঠছে। ডিজিটাল বিশে^র পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বীকৃতি-স্বরূপ ৪টি খ্যাতিমান প্রতিষ্ঠান সম্মিলিতভাবে মাননীয় উপদেষ্টাকে আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-এ ভূষিত করেন। তাঁর এই সম্মানজনক অর্জনে আমরা মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় মেন্টরের ভূমিকা পালনকারী সজীব ওয়াজেদ জয়কে তাঁর কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থাকে আইসিটি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
প্রসঙ্গত, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হলিউডের বিখ্যাত অভিনেতা রবার্ট ডেভির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন বঙ্গবন্ধুর দৈহিত্র সজীব ওয়াজেদ জয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সজীব ওয়াজেদ জয়কে আইসিটি পরিবারের পক্ষ থেকে পলকের অভিনন্দন

Be the first to comment on "সজীব ওয়াজেদ জয়কে আইসিটি পরিবারের পক্ষ থেকে পলকের অভিনন্দন"