শিরোনাম

সিলেটে অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট চলছে

নিউজ ডেস্ক : সিলেটে অনির্দিষ্টকালের জন্য ডাকা দূরপাল্লার বাস ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।

গতকাল বুধবার সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল নামক স্থানে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এর প্রতিবাদে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের কারণে আজ বৃহস্পতিবার সিলেটের কদমতলি টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। বাস না পেয়ে টার্মিনালে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক অভিযোগ করেছেন, মহাসড়কে তাদের যানবাহনের কোন নিরাপত্তা নেই। বুধবার পুলিশের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত বাসে জনতা আগুন দিয়েছে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটায় তারা জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "সিলেটে অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট চলছে"

Leave a comment

Your email address will not be published.


*