নিউজ ডেস্ক : পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৪০১৮ ফ্লাইট যোগে তিনি হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। তার সঙ্গে দেশে ফিরেন ১৩ সদস্যের একটি দল।
মক্কা থেকে প্রকাশিত হজ ম্যানেজমেন্ট পোর্টাল প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩ হাজার ১৩১ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৩টি ও সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে এই সকল যাত্রী পরিবহন করা হয়।

Be the first to comment on "হজ পালন শেষে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী"