নিউজ ডেস্ক॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ উল্লেখ করে বক্তব্য দিয়ে অর্থমন্ত্রী সঠিক কাজ করেননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার ফেমবোসা সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামি ২৭শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে-অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে সিইসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কথা বলিনি। আমাদের সাথে কোন আলোচনাও হয়নি। মন্ত্রী ভুল বলেছেন। সিইসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনো কিছু বলিনি। তার এ বিষয়ে কথা বলা উচিত হয়নি। নির্বাচনের তারিখ নিয়ে কথা বলে মন্ত্রী ঠিক করেননি।
উল্লেখ্য, বুধবার সচিবালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭শে ডিসেম্বর হতে পারে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, এর তিন মাস আগে বর্তমান মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে ছোট পরিসরের একটি মন্ত্রিপরিষদ গঠন করা হবে। তবে বর্তমান সংসদ বহাল থাকবে।
Be the first to comment on "অর্থমন্ত্রী ঠিক করেননি: সিইসি"