নিউজ ডেস্ক : অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরে ভারতীয়দের কাছে অন্যতম আকর্ষণ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দ্বিতীয়বারের মতো অস্কারের লালগালিচা মুখরিত করছেন এই বলিউড অভিনেত্রী।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে প্রিয়াঙ্কার উপস্থিতি এবারো নজর কেড়েছে। চোখ ধাঁধানো সাজে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। রালফ অ্যান্ড রুসো ফ্যাশন কোম্পানির ডিজাইন করা গাউন পরেছেন। সঙ্গে পরেছেন হীরার ব্রেসলেট ও কানের দুল।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অস্কার অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল। এই আয়োজন বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখাচ্ছে এবিসি নেটওয়ার্ক।
Be the first to comment on "অস্কারে প্রিয়াঙ্কার রূপের ঝলক"