নিউজ ডেস্ক ॥ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সোমবার (২৫সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। পূজাকে ঘিরে উপজেলা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
২৫ সেপ্টেম্বর বোধন পূজার মাধ্যমে দুর্গোৎসবের শুরু হয়ে শেষ হবে ৩০ সেপ্টেম্বর বিসর্জনের মধ্য দিয়ে।
উপজেলা পূজা উদয্াপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর লোহাগড়া উপজেলায় ১৫৪ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর সরকারী সাহায্য হিসেবে প্রত্যেক পূজা মন্ডবকে ৫০০ কেজি করে চাউল বরাদ্ধ দেওয়া হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শারদীয় দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ থেকে দুর্গাপূজা শুরু

Be the first to comment on "আজ থেকে দুর্গাপূজা শুরু"