নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের শেখ পরিবার ও নারান্দীয়া গ্রামের মল্লিক পরিবারের মধ্যে বিয়ের আয়োজন করা হয়েছে। জানা গেছে, নারান্দীয়া গ্রামের আসাদ মল্লিক’র ছেলে আলমগীর হোসেন মল্লিক এবং গোপীনাথপুর গ্রামের ময়েন উদ্দিন শেখ’র মেয়ে মাহমুদা আক্তার শাম্মী’র বিয়ের দিনক্ষন ধার্য্য করা হয়েছে। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের সব আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । বাঙ্গালী ও মুসলিম রীতিতেই সাজানো হয়েছে বিয়ের সব তত্ত্ব । বৃহস্পতিবার ২৬এপ্রিল শাম্মী’র গায়ে হলুদ। শুক্রবার ২৭এপ্রিল শাম্মী বসবে বিয়ের পিঁড়িতে। গত পরশু থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় শাম্মী’র বাড়িতে সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তার পরিবার ও আত্মীয়স্বজনসহ শাম্মী’র মামা মোস্তাক আহম্মেদ খান, মাসুদুর রহমান বুলু, ভাই কামরুল, জহির, সোহাগ, বোন ফাতেমা, নূর-নাহার লাবন্য, মিমি, সিমা, মুন, সাবিহা, সুমাইয়া, হ্যাপি, নিশাত, আরিফা, অন্তরসহ গোপীনাথপুর গ্রাম ও আশপাশের অনেকে উপস্থিত ছিলেন। তাদের বৈবাহিক জিবন সুখের ও দীর্ঘায়ু কামনায় লোহাগড়া পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া, লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারন সম্পাদক শাহজাহান সাজু, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক বিপ্লব রহমান, ও সাংবাদিক ইউনিটির সভাপতি ওবায়দুর রহমান, প্রমুখ।
আজ শাম্মী’র গায়ে হলুদ,শুক্রবার বিয়ে

Be the first to comment on "আজ শাম্মী’র গায়ে হলুদ,শুক্রবার বিয়ে"