শিরোনাম

আবারও এক ফ্রেমে অমিতাভ-ঐশ্বরিয়া-অভিষেক

নিউজ ডেস্ক : ‘কাজরা রে’ ম্যাজিক মনে আছে তো? অমিতাভ-ঐশ্বরিয়া-অভিষেক বচ্চন পরিবারের এই তিন সদস্যকে এক ফ্রেমে বেঁধেছিল ‘বান্টি আউর বাবলি’ ছবির সেই বিখ্যাত গান। কিন্তু তারপর আর এই ইকুয়েশন দেখেনি বলিউড। ২০১০-এ ‘রাবণ’-এর পর আর এক সঙ্গে দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়াকে।

তবে আবারও নাকি পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই দম্পতি। পরিচালক প্রহ্লাদ কক্করের আসন্ন ছবিতে দেখা যাবে তাঁদের। ওই ছবিতে থাকবেন খোদ অমিতাভ বচ্চনও। অফিশিয়ালি কোনও ঘোষণা না হওয়ায় ছবি নিয়ে এখনই মুখ খুলতে চান না কেউই।

তবে ঘনিষ্ঠ মহলে প্রহ্লাদ জানিয়েছেন, এটা তাঁর স্বপ্নের প্রজেক্ট। বচ্চন পরিবারের তিন হেভিওয়েট তারকা যে এক সঙ্গে চিত্রনাট্য পছন্দ করেছেন এতে খুব খুশি টিমের সকলেই। সব কিছু ঠিক থাকলে এ বছরেই শুরু হবে ছবির শুটিং।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আবারও এক ফ্রেমে অমিতাভ-ঐশ্বরিয়া-অভিষেক"

Leave a comment

Your email address will not be published.


*