নিউজ ডেস্ক : ‘আল ইজ ওয়েল’৷ ২০০৯ সালে এই মন্ত্র শিখিয়ে গিয়েছিলেন বাবা রাঞ্ছোরদাস৷ সেই মন্ত্রেই দীক্ষিত হয়েছিল ফারহান, রাজুরা৷ তিন ইডিয়টের কীর্তি আজও সবাইকে বোকাবাক্সের সামনে বসতে বাধ্য করে৷
‘থ্রি ইডিয়টস’-এর সেই পাগলামো আবার ফিরছে বড় পর্দায়৷ হ্যাঁ, ফিরছে ব়্যাঞ্চো, ফারহান, রাজু, প্রিয়া, সাইলেন্সাররা৷ তবে ভারতীয় পর্দায় নয় মেক্সিকোর সেলুলয়েডে৷ বলিউডের এই ব্লক বাস্টার থেকে অনুপ্রেরিত হয়েই স্প্যানিশ পরিচালক কার্লোস বোলাডো তৈরি করেছেন ‘থ্রি ইডিয়োটাস’৷ স্প্যানিশ ইডিয়টদের এই ঝলক আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ভাইরাসের সেই ক্লাসরুমে৷
মেক্সিকান পরিচালকের এই ছবিতে বন্ধু প্যাঞ্চোর খোঁজে বেরিয়ে পড়তে দেখা যাবে ফিলিপে ও বেটোকে৷ আমির, মাধবন, শরমনদের চরিত্রে দেখা যাবে আলফোনসো দোসাল, ক্রিস্চিয়ান ভাজকোয়েজ, জার্মান ভেলদেসকে৷ আর করিনার জায়গায় দেখা যাবে মার্থা হিগারেডা নামের অভিনেত্রীকে৷ চলতি বছরের মাঝামাঝিই মুক্তি পাবে এই ছবি৷ তবে স্পেনের দর্শকদের জন্য৷ তবে আপনি আরও একবার একান্ত আপন ব়্যাঞ্চোর খোঁজে বেরিয়ে পড়তেই পারেন৷
Be the first to comment on "আবার বড় পর্দায় ফিরছে থ্রি ইডিয়টস"