নিউজ ডেস্ক: নাশকতার চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তবর্তী জামিন আপিল বিভাগেও বহাল রইলো।
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আমানুল্লাহ আমানের আইনজীবি ব্যারিস্টার আতিকুর রহমান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
আদালতে আমানুল্লাহ আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সগীর হোসেন লিওন ও ব্যারিস্টার আতিকুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।
এর আগে গত বছরের ৩১ আগস্ট বিচারপতি কেএম আব্দুল হাকিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমানের জামিন মঞ্জুর করেন।
ব্যারিস্টার আতিকুর রহমান বলেন, ২০১৫ সালের প্রথমদিকে অবরোধ ও হরতাল চলাকালীন সময়ে গাড়ি পুড়িয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা দুটি এবং ওয়ারি থানায় দায়ের করা অপর দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়ে তাকে।
২০১৫ সালের ২৩ আগস্ট ওই চার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন আমানুল্লাহ আমান। ৩১ আগস্ট শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন । হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ আজ (মঙ্গলবার) এই আদেশ দেন।
Be the first to comment on "আমানের জামিন আপিলেও বহাল"