শিরোনাম

আশুলিয়ায় ৩ স্কুল ছাত্রী নিখোঁজ, আটক ১

নিউজ ডেস্ক : আশুলিয়া থেকে ৩ স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। শনিবার স্কুলে যাওয়ার পথে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকা থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজ ৩ স্কুল ছাত্রী হলো- ইনি, সূবর্ণা ও আন্না আক্তার। এদের সকলের বয়স ১১ বছর ও আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার হাজী পিয়ার আলী মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শনিবার সকালে আন্না আক্তার, ইনিল ও সূবর্ণা একই সাথে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। দুপুরে স্কুল ছুটির পরে তারা বাসায় না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন যে তারা ৩ জন স্কুলেই যায়নি। সম্ভাব্য স্থানগুলোতে সন্ধান করেও না পেয়ে ওই দিন রাতে আশুলিয়া থানায় একটি নিখোঁজ এর সাধারণ ডায়েরী করেন। এ ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে রাসেল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। নিখোঁজের এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ জানায়, নিখোঁজ ৩ স্কুল ছাত্রীকে উদ্ধারে সর্বাতœাক চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আশুলিয়ায় ৩ স্কুল ছাত্রী নিখোঁজ, আটক ১"

Leave a comment

Your email address will not be published.


*