শিরোনাম

আসাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ

আসাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক॥ আসাম পরিস্থিতি আওয়ামী লীগ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। অনুপ্রবেশকারী হিসেবে আসাম থেকে ১৫ লাখ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন বক্তব্য সম্পর্কে মন্তব্য করতে চান না উল্লেখ করে মতিন খসরু বলেন, আসামের অর্থমন্ত্রী বলছেন ফেরত পাঠানো হবে,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন এটা ঠিক নয়। আমরা মনে করি এটি সম্পূর্ণভাবে তাদের আভ্যন্তরীণ বিষয়। এখনই আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। সম্পূর্ণ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। সোমবার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসন্ন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ দিনের সফরে চীন যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আব্দুল মতিন খসরু বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন চাইলেই সমাধান সম্ভব।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আসাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ"

Leave a comment

Your email address will not be published.


*