নিজস্ব প্রতিবেদক : টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত করার দাবি নিয়ে রিট করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি। কেবিনেট সচিব, স্থানীয় সরকার সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনকে এই রিটের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে এমপিদের মাধ্যমে টিআর-কাবিখা কেন বণ্টন করা হয়, স্থানীয় প্রতিনিধিদের বণ্টনের নির্দেশ কেন দেওয়া হবে না সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে এসব অনিয়মের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।
ইনুর বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

Be the first to comment on "ইনুর বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট"