নিজস্ব প্রতিবেদক : ঈদকে কেন্দ্র করে ব্যাংকে চুরি, ডাকাতি ও সাইবার হামলা রোধে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংঘটিত চুরি, ডাকাতিসহ অনাকাক্সিক্ষত কিছু ঘটনা ও সাইবার আক্রমণের ফলে ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আবশ্যকতা দেখা দিয়েছে। সে কারণে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে পালাক্রমে প্রতিষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা নেয়া যেতে পারে।
ঈদের ছুটিতে নিরাপত্তা জোরদারে ব্যাংকগুলোকে নির্দেশ

Be the first to comment on "ঈদের ছুটিতে নিরাপত্তা জোরদারে ব্যাংকগুলোকে নির্দেশ"