নিউজ ডেস্ক : দেশের উত্তরাঞ্চলজুড়ে চলমান টানা ৭২ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সাত দফা দাবিতে ৫৩ ঘণ্টা ধর্মঘট চলার প্রশাসনের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তা প্রত্যাহর করা হয়।
সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহারসহ সাত দফা দাবিতে গত ১৩ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত উত্তরাঞ্চলের ১৬ জেলাজুড়ে রবিবার সকাল ৬টা থেকে প্রথমে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন ধর্মঘট শুরু করে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এরপর প্রশাসনের পক্ষ থেকে কোনো আলোচনা না করায় সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার ধর্মঘট আরো ২৪ ঘণ্টা বাড়িয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই বগুড়া জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় অলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে সাত দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
Be the first to comment on "উত্তরবঙ্গে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার"