নিউজ ডেস্ক : শোনা যাচ্ছে, অনুরাগ কাশ্যপ প্রস্তুত হচ্ছেন আরেকটি নতুন ছবির জন্য। অভিনয়ের প্রস্তাব নিয়ে নাকি পৌঁছেও গেছেন কঙ্গনা রানাউতের কাছে! তবে অনুরাগের অন্যান্য ছবির মতো এই ছবি তেমন ডার্ক হবে না বলে জানা যায়। কারণ হালকা চালের গল্প। কঙ্গনা রাজি হয়েছেন কি না, এখন তা জানা যায়নি।
এর আগে ‘কুইন’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। যে ছবির অন্যতম প্রযোজক ছিলেন অনুরাগ। ‘কুইন’ সুপারহিট হওয়ার পরে কঙ্গনার চাহিদাও বেড়ে গেয়েছিল অনেকটা। সে সময় এক সাক্ষাৎকারে অনুরাগ বলেছিলেন, ‘আমার ধারণা, কঙ্গনার যদি কোন স্ক্রিপ্ট সত্যিই পছন্দ হয়, তাহলে পারিশ্রমিক নিয়ে মাথা ঘামাবে না ও।’
আর এদিকে শোনা যাচ্ছে, অনুরাগ এবং কঙ্গনা একসঙ্গে কাজ করছেন নিশ্চিত ভাবেই। কিন্তু তা কোন ছবির জন্য নয়। এটি একটি বিজ্ঞাপনের জন্য। তবে কোনটা যে সত্যি- তা এখনো জানা যায়নি।
একসঙ্গে অনুরাগ ও কঙ্গনা

Be the first to comment on "একসঙ্গে অনুরাগ ও কঙ্গনা"