নিউজ ডেস্ক : কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইতোমধ্যে ১৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে তিনজন পুলিশ সদস্যও ছিলো বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটির রাজধানী কিনশাসাতে এই বিক্ষোভে বেশকয়েকজন আহত হওয়া ছাড়াও আটক করা হয়েছে ১০ জনকে।
দেশটির সরকারদলীয় এক মুখপাত্র জানায়, আন্দোলনকারীরা কিনশাসার প্রধান সড়কে নেমে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিরোধীদলের নেতাদের দাবি, বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা আরও বেশিদিন ক্ষমতায় থাকার পায়তারা করছেন। তাই তিনি পরবর্তী নির্বাচনের সময় পিছিয়ে নিচ্ছেন। চলমান এ সংকটে দেশটির রাজধানী কিনশাসাতে অবস্থিত স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় দোকানপাটগুলো।
Be the first to comment on "কঙ্গোতে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ১৭"