নিউজ ডেস্ক: নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন রাতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে এই কারাগারে আনা হয়েছে।
এদিন রাত ১১ টার পর থেকে চকবাজার থানা পুলিশ, জেল পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনকে কারাগারের আশপাশে দেখা গেছে।
এর আগে নিজামীকে ঢাকায় স্থানান্তরের গুঞ্জনে রোববার সন্ধ্যা থেকেই গণমাধ্যমকর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় জমায়। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া কারাগার থেকে লাইভ সম্প্রচার করতে থাকে। এসময়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মূল ফটকের বাইরের ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
তবে নিরাপত্তার দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এটা নিয়মিত নিরাপত্তা। প্রতিদিনই অনগার্ড অবস্থায় তারা এখানে অবস্থান করে।
এদিকে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত নিজামীর ফাঁসি কার্যকরে আর মাত্র একধাপ বাকি। ট্রাইবুনাল থেকে রিভিউ খারিজের কপি কারাগারে আসলেই জেল কোড অনুযায়ী নিজামীর ফাঁসি কার্যকরে ব্যবস্থা নেয়া শুরু হবে।

Be the first to comment on "কেন্দ্রীয় কারাগারের সামনে অতিরিক্ত নিরাপত্তা"