শিরোনাম

কেরানীগঞ্জে বন্দী স্থানান্তর সম্পন্ন

নিউজ ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সব বন্দীদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়া রাত সোয়া ১০টার শেষ হয়। কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সর্বশেষ ট্রিপে ১৮৪ জন আসামিকে স্থানান্তর করা হয়। এর ফলে সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়ায়  মোট ৬ হাজার ৫১১ আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এদিকে, আসামি স্থানান্তরকে কেন্দ্র করে নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। কারাগার এলাকায় প্রবেশের চারদিকের পথ অর্থাৎ চাঁনখাঁরপুল, বংশাল, চকবাজার, বেগম বাজারের সড়ক থেকে কারাগারের দিকে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছিল।

গত বছরের জুন, নভেম্বর এবং এ বছরের এপ্রিল ও জুন মাসে আসামিদের স্থানান্তরের কথা উঠলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে গতকাল (২৯ জুলাই, শুক্রবার) বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলো।

উল্লেখ্য, কেরানীগঞ্জের নতুন এই কেন্দীয় কারাগারটি প্রায় ১৯৪ একর জায়গা নিয়ে নির্মিত। এর ধারণ ক্ষমতা প্রায় ৬ হাজার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কেরানীগঞ্জে বন্দী স্থানান্তর সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*