নিউজ ডেস্ক : ক্রিকেট নিয়ে ভারত-অস্ট্রেলিয়া লড়াই বহু দিনের। চার টেস্টের তিন টেস্ট উভয় দল রয়েছে সমতায়। তবে লড়াইটা কিন্তু চলছেই। মাঠে খেলোয়াড়রা তো একে অপরকে আক্রমণ, মাঠের বাইরে সাবেকরা। এবার সেই তালিকায় যোগ দিল মিডিয়া। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করল অস্ট্রেলিয়ার একটি পত্রিকা।
দেশটির বহুল প্রচারিত ‘টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে লিখেছে, ‘বিরাট কোহলি ক্রমশ ক্রিকেট বিশ্বের ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কোহালিও ঠিক করে নিয়েছেন সংবাদ মাধ্যমকে অভিযুক্ত করবেন নিজের দোষ ঢাকতে। ‘
তবে ভারতের হয়ে অস্ট্রেলিয়াকে জবাব দেওয়ার কাজটা করেছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘অস্ট্রেলীয় মিডিয়াকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু হয়নি। ওরা যেটা লিখছে যা দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়া দলের সাপোর্ট স্টাফরা বলছে।
Be the first to comment on "কোহলির সমালোচনায় অস্ট্রেলীয় মিডিয়া"