শিরোনাম

ক্যাসিনোকাণ্ডে নেপালিদের পলায়নে সহায়তাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত

ক্যাসিনোকাণ্ডে নেপালিদের পলায়নে সহায়তাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত

নিউজ ডেস্ক॥ রাজধানীর মতিঝিলে ক্যাসিনোগুলোতে একযোগে অভিযান চলাকালে ক্যাসিনো পরিচালনায় যুক্ত নেপালিদের পলায়নে সহায়তা করার অভিযোগে জড়িত তিনজনের মধ্যে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

দুপুরে ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে নিজ কার্যালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার নাম না বললেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরখাস্তকৃত পুলিশের ওই দুই সদস্য হচ্ছেন ডিএমপিতে কর্মরত এএসআই মিঠু ও রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ক্যাসিনোকাণ্ডে নেপালিদের পলায়নে সহায়তাকারী দুই পুলিশ সদস্য বরখাস্ত"

Leave a comment

Your email address will not be published.


*