নিউজ ডেস্ক : খুব বেশিদিন আর বলিউডে থাকতে পারবেন না গায়ক অরিজিৎ সিং। এমন কথাই বলছেন স্বয়ং অরিজিৎ। বলিউডের সফরের প্রায় শেষ মূহুর্তে চলে এসেছেন তিনি। তাঁর বক্তব্য বলিউডের রীতি অনুযায়ী প্রত্যেক ৫-৬ বছর অন্তর নতুন গায়কের উত্থান হয়। তখন জায়গা ছাড়তে হয়। নির্দিষ্ট কোনো এক ঘরানায় পারদর্শী হলেই বলিউডে টিকে থাকা যায় দীর্ঘদিন। কিন্তু তাঁর সুখ্যাতি, বিভিন্ন ধরনের গান গাইতে পারেন তিনি।
ফলে বলিউডে আরও অনেকটা পথ চলতে তিনি পারবেন না বলেই দাবি তাঁর। কোনো নির্দিষ্ট ঘরানা রপ্ত করলেই তাও কয়েকদিন টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে মনে করছেন অরিজিৎ। ‘ফেম গুরুকূল’ নামের একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তারপর অনেক লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। এরপর একের পর এক হিট গান।
বলিউডে প্রথম সারির গায়কদের মধ্যে এখনো অন্যতম অরিজিৎ। কিন্তু জায়গা ছাড়ার সময় হয়ে গেছে বলছেন গায়ক। কিছু হারানোর ভয় নেই তাঁর। তিনি জানেন সঙ্গীত থেকে আরও অনেক কিছু শেখার আছে। নতুন কিছু শিখতে তিনি বেশ উৎসাহী। তাই বলিউডে জায়গা হারানোর ভয় নেই। তিনিও চান নতুন গায়কদের জায়গা করে দেওয়া হোক।
সূত্র: আজকাল
Be the first to comment on "খুব শিগগিরই জায়গা ছাড়তে হবে: অরিজিৎ সিং"