নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৫টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকটি একঘণ্টা স্থায়ী ছিল বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। সেই সাথে জানা গেছে, সাম্প্রতিক ঘটনাবলিসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। আলোচনায় গুলশানের হামলা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে বলে জানা গেছে। সেই সাথে যুক্তরাষ্ট্রের সহায়তামূলক প্রস্তাবের কথাও উঠে এসেঠে বৈঠকে। নানা বিষয় আলোচনার কারণেই প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকটি অতন্ত্য গুরুত্বপূর্ণ বলেই ধরে নেওয়া হচ্ছে।
বৈঠকের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকের বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন নিশা দেশাই। এসময় জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেই সন্ত্রাসের শিকার। বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে কয়েক দফা সন্ত্রাসের শিকার হয়েছি। আমার ওপর কয়েকবার হামলা করা হয়েছে। সরকার সন্ত্রাসবাদ নিয়ে সচেতন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এর আগে, বাংলাদেশে দুইদিনের সফরে আসা নিশা দেশাই প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনসহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী কী সহযোগিতা লাগবে তার সম্ভাব্য ক্ষেত্রগুলো যাচাই করা হবে বলে জানান।
এর আগে সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গুলশানে বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই। এরপর বেলা ১১টা ০৩ মিনিটে তিনি গুলশান হলি আর্টিজান হোটেলে যান এবং সন্ত্রাসীদের হামলায় নিহতদের শ্রদ্ধা জানান।
রবিবার সকালে নিশা দেশাই বিসওয়াল ঢাকায় পৌঁছান। এরপর ঐ দিন বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও বেলা ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন নিশা। তিনি আগামীকাল কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
Be the first to comment on "গণভবনে প্রধানমন্ত্রী ও নিশা দেশাইয়ের গুরুত্বপূর্ণ বৈঠক"