নিউজ ডেস্ক : স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-২ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মঙ্গলবার (২১ জুন) দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. কামাল হোসেন (৪০)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।
গাজীপুর আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল হক জানান, স্ত্রী শহিদা তার স্বামীর সঙ্গে দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১১ সালের ৩০ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে কামাল হোসেন তার স্ত্রী শহিদা বেগমকে (৩০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. আব্দুল গফুর বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ওই বছরের ৩০ জুন আসামি কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিচারক এ রায় ঘোষণা করেন।
গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

Be the first to comment on "গাজীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন"