নিউজ ডেস্ক॥ ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ানো রুখতে একটি বিশেষ ইউনিট গঠন করছে পুলিশ।’ আজ শনিবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। তিনি আরো বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই এই ইউনিট গঠন করা হবে। ইউনিটের জন্য ইতিমধ্যে জনবল নির্বাচন করা হয়েছে এবং তাদের দক্ষ করে গড়ে তুলতে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।’
Be the first to comment on "গুজব ঠেকাতে আসছে পুলিশের বিশেষ ইউনিট"