শিরোনাম

চমক কী, নেত্রী আর আমি জানি : সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন , ‘আমি আর প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানে না নতুন চমক কী থাকছে। কী হবে, না হবে সেটা নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জানে আর আমি জানি।

আশরাফ বলেন, ‘রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশেই সম্মেলন অনুষ্ঠিত হবে।’

বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ সব স্লোগান কাজে আসবে না।’ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।’

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "চমক কী, নেত্রী আর আমি জানি : সৈয়দ আশরাফ"

Leave a comment

Your email address will not be published.


*