শিরোনাম

চেয়ারম্যান পলাশ হত্যা ঘটনায় আ’লীগ নেতাদের নামে মিথ্যা মামলা ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চেয়ারম্যান পলাশ হত্যা ঘটনায় আ’লীগ নেতাদের নামে মিথ্যা মামলা ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ হত্যাকান্ডের ঘটনায় আওয়ামীলীগ নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর)দুপুর ১ টায় এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সৈয়দ আব্দুর রহিম সুজন, শরিফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মোজাম খান,মিজানুর রহমান মিন্টু, শেখ নজরুল ইসলাম বাদশা,আ’লীগ নেতা মঞ্জুরুল করিম মুন, স ম ওহিদুর সরদার,এম এ কাইয়ুম চুন্নু,আবু সাঈদ, শেখ মাসুদুজ্জামান,প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান পলাশ হত্যার ঘটনায় প্রকৃত খুনিদের বাদ দিয়ে জেলা আ’লীগ,উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দের নামে হয়রানি এবং ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর আ’লীগ কার্যালয়ে এসে একই দাবীতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান। তিনি লিখিত বক্তব্যে বলেন, চাঞ্চল্যকর এই মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মামলার বাদী সাইফুর রহমান হিলু, প্রকৃত অপরাধীদের আড়াল করে সম্পুর্ন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে শুধুমাত্র আ’লীগ নেতাদের দমনের উদ্দেশ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। মিথ্যা মামলা থেকে আ’লীগ নেতাদের নাম প্রত্যাহারের জোর দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী দিঘলিয়া ইউপির তৎকালীন চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে একদল দূবৃর্ত্ত প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে নৃশংস ভাবে হত্যা করে। এ ঘটনায় চেয়ারম্যানের বড় ভাই সাইফুর রহমান হিলু বাদী হয়ে ১৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "চেয়ারম্যান পলাশ হত্যা ঘটনায় আ’লীগ নেতাদের নামে মিথ্যা মামলা ॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল"

Leave a comment

Your email address will not be published.


*