শিরোনাম

চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা নিয়ে শঙ্কায় আইসিসি

নিউজ ডেস্ক : সোমবার রাতে কেঁপে গিয়েছে ব্রিটেন। ম্যাঞ্চেস্টার এরিনা স্টেডিয়ামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন মারা গিয়েছেন। পপ গায়িকা আরিয়ানা গ্রাঁদের অনুষ্ঠান চলছিল এখানে। অনুষ্ঠান শেষের কয়েক মিনিটের মধ্যেই স্টেডিয়ামের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনাতেই রীতিমতো স্তম্ভিত ক্রীড়া বিশ্বও। উদ্বিগ্ন বিসিসিআই।

১ জুন থেকে ইংল্যান্ডে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ম্যাচ গুলি হবে এজবাস্টন, ক্যাডিফ ও দ্য ওভালে। টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আসরে নেমে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি আস্বস্ত করেছে যে, তাদের কাছে টুর্নামেন্টের নিরাপত্তাই সবার আগে। প্রেস বিবৃতিতে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ও মহিলা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতি মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছি। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

৪ জুন এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। বুধবারই লন্ডনের বিমান ধরছে বিরাট কোহলির দল। তার ঠিক আগে ম্যাঞ্চেস্টার বিস্ফোরণে শঙ্কিত ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট-ধোনিরা। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই ইংল্যান্ডে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। ২৪ জুন থেকে বিশ্বকাপ হবে ২৩ জুলাই পর্যন্ত।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তা নিয়ে শঙ্কায় আইসিসি"

Leave a comment

Your email address will not be published.


*