শিরোনাম

জঙ্গিগোষ্ঠী মোকাবেলায় সমষ্টিগত উদ্যোগ দরকার : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতিতে আমাদের দেশে সম্প্রাদায়িক উগ্রবাদীরা তলে তলে নীরবে নীরবে অর্থ বলে, অস্ত্র বলে, প্রশিক্ষণ নিয়ে এতো বেশি শক্তি সঞ্চয় করেছেন যে তাদের মোকাবেলায় এখন সমষ্টিগতভাবে উদ্যোগ নেওয়া দরকার।’

তিনি আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘শব্দ বোমা, বিবৃত্তি বোমা ও ভাষণের বোমা ফাটিয়ে সাম্প্রদায়িক উগ্রবাদীদের ভয়ঙ্কর অবস্থানে ফাটল ধরানো যাবে না। সাম্প্রায়িক উগ্রবাদীদের দমনে এ্যাকশন প্লান নিতে হবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি বিশ্বাসে সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী দমনে শেখ হাছিনার নেতৃত্বে কাজ করতে হবে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে বিচ্ছিন্ন দুর্বল ছোট-ছোট প্রতিবাদ করে কোন কাজ হবে না। এরা এতো দুর্বল নয় যে, শব্দ বোমা ফাটালে তাদের অবস্থানে ফাটল ধরবে, এমন স্বপ্ন যারা দেখছেন তারা দু:স্বপ্ন দেখছেন।’

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কংকন চাকমা, পুলিশ সুপার আ হ ম মাহতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জঙ্গিগোষ্ঠী মোকাবেলায় সমষ্টিগত উদ্যোগ দরকার : সেতুমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*