নিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনে বাংলাদেশের সঙ্গে এক সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, সন্ত্রাস দমনে কারিগরি সহযোগিতাসহ সকল ধরনের সহযোগিতায় যুক্তরাষ্ট্র প্রস্তুত।
এর আগে সোমবার সকালে গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিসান বেকারি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
জঙ্গি দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র : নিশা

Be the first to comment on "জঙ্গি দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র : নিশা"