শিরোনাম

জাবিতে ছাত্রী যৌন হয়রানির শিকার

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে ল্যাব কক্ষে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন একই বিভাগের এক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার প্রথমবর্ষের ওই ছাত্রী বন্ধুদের নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগপত্রটি প্রশাসনিক ভবনে দিয়ে আসেন। অভিযুক্ত আজগর হোসেন রাব্বির একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তবে তিনি যৌন নিপীড়নের ওই অভিযোগ অস্বীকার করেছেন।

ওই ছাত্রী বলেন, গত বছরের ১৫ জুলাই নাটকের মহড়ার সময় বিশ্ববিদ্যালয় মিলনায়তনের ল্যাব কক্ষে প্রথম যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। তখন ঘটনা প্রকাশ না করতে তাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। ওই ঘটনার পর গত বছরের ১৪ নভেম্বর হলের সামনে রাব্বি পুনরায় যৌন হয়রানির চেষ্টা চালিয়েছিল বলে ওই ছাত্রীর অভিযোগ। এরপর গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মহাড়া চলাকালে রাব্বি পুনরায় ‘অশালীন’ কথা বলেন জানিয়ে ওই তরুণী বলেন, বিষয়গুলো আমি বিভাগের বন্ধু ও বড় ভাই আপুদের জানাই। তারা সমাধানের জন্য গত ১৫ মার্চ সব ব্যাচ মিলে বসেন।

এদিকে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করে রাব্বি বলেন, সে যেসব অভিযোগ করেছে তা সব ভিত্তিহীন। ১৫ মার্চ মীমাংসা বৈঠকে ওই ছাত্রীর বান্ধবীরা কারণ ছাড়াই তাকে মারধর করেছিল দাবি করে রাব্বি বলেন, তার বিচার চেয়ে রোববার প্রক্টরের কাছে অভিযোগ দেবেন তিনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাবিতে ছাত্রী যৌন হয়রানির শিকার"

Leave a comment

Your email address will not be published.


*