নিউজ ডেস্ক : মডেলিং কেরিয়ার থেকে ‘বন্ধু’ দেব…। সব কিছু নিয়ে খোলাখুলি আড্ডায় রুক্মিণী মৈত্র। সঙ্গী স্বরলিপি ভট্টাচার্য। মডেলিং থেকে অভিনয়ে আসবেন না? এত অফার পাচ্ছেন…
আমি খুব অলস। আর বড়পর্দায় আমাকে দেখতেও ভাল লাগবে না বলেই আমার ধারণা।
টলিউডে আপনার ফেভারিট হিরো কি দেব?
না। ফেলুদা আমার ফেভারিট। মানে সৌমিত্র চট্টোপাধ্যায়।
আর এখন যাঁরা অভিনয় করেন?
সত্যি কথা বলতে দেব ছাড়া অন্য কারও বাংলা ছবি খুব একটা দেখা হয় না। আমি তো বায়াসড হয়ে বলতে পারব না। তবে হর হর ব্যোমকেশ দেখেছি। আবিরকে খুব সুইট লাগে।
আর সেক্সি?
সেক্সি কি না জানি না, যিশু গুড লুকিং।
সেক্সি নন?
(মজা করে) আরে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেক্সি শব্দটার মানে অ্যাট্রাকটিভ। তো যিশু অ্যাট্রাকটিভ।
দেব নন?
(মুচকি হাসি) দেব ইন্টেলিজেন্ট। ওর সেন্স অব হিউমার দারুণ। ওর ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশনকে আমি শ্রদ্ধা করি। ইনফ্যাক্ট আমি এটা ওর কাছ থেকে শিখতে চাই। আর একজন মানুষকে অ্যাট্রাকটিভ হতে গেলে এসব গুণ তো থাকতেই হবে।
তা হলে দেবও তো সেক্সি?
ওয়েল (দুষ্টুমির হাসি) দেবের ইন্টেলিজেন্সটা সেক্সি।
আপনার মেন্টর কে?
মা, বাবা, ভাই— এরা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আর হল শিক্ষা। আমি মনে করি, পড়াশোনা না করলে কেউ এগোতে পারে না। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আশিষ বন্দ্যোপাধ্যায়ের কথা বলব। উনি এখন আর নেই। উনিই প্রথম আমাকে দেখার পর মাকে বলেছিলেন, আমি মডেলিং করতে পারি।
আইডল কেউ আছেন?
(একটুও না ভেবে) নয়নিকা চট্টোপাধ্যায়। উনি ইউনিভার্সাল ফিগার। আর এখন ক্যারলকেও দারুণ লাগছে। ও যেভাবে প্রেগন্যান্ট অবস্থায় র্যাম্পে হাঁটল। ও মাই গড!
এই ইন্ডাস্ট্রিতে কি কাস্টিং কাউচের সমস্যা রয়েছে?
কোথায় নেই বলুন? মডেলিং বা অ্যাক্টিং অনেক বেশি লাইমলাইটে থাকে বলে বেশি হাইলাইটেড হয়। তবে আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি ফিমেল ডমিনেটিং। তাই এখানে ছেলেদের সমস্যায় পড়তে হয়। আর অ্যাক্টিং ইন্ডাস্ট্রি মেল ডমিনেটিং। সেখানে মেয়েদের অনেক কিছু সামলাতে হয়। আমার এক ঘনিষ্ঠ বন্ধুরই এই অভিজ্ঞতা রয়েছে।
আপনার?
না। কখন কিছু ফেস করিনি। আমাকে কোনও কোনও লোকের সম্বন্ধে কেউ কেউ কিছু বলেছে, কিন্তু আমার সঙ্গে তাঁরা কোনও সময় খারাপ ব্যবহার করেনি। আসলে আমি ওয়ান অন ওয়ান টার্মে বিশ্বাস করি। আমার সঙ্গে তো কিছু হয়নি। ফলে কারও সম্বন্ধে আমি জাজমেন্টাল হতে পারব না।
আগমী ১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান?
আগমী ১০ বছরে নিজেকে এমন জায়গায় দেখতে চাই, যেখানে আরও একজন রুক্মিনী মৈত্রকে ইন্টারভিউ করা হবে, আর তখন সে আমার নাম করবে।
প্রিয় বন্ধুর দেওয়া সবচেয়ে প্রিয় গিফট কী?
টাইম। সময়। দেব যখন আমার সঙ্গে সময় কাটায়, সেটাই আমার সবথেকে বড় পাওনা। তাই শুধু দেব নয়, আমার যে কোনও প্রিয়জনের সঙ্গে কাটানো সময়ই আমার সব থেকে বড় পাওনা। আসলে আমি ভীষণ ইমোশনাল। যাঁদের ভালবাসি, তাঁদের জন্য শেষ পর্যন্ত যেতে পারি।
দেবের জন্য কতটা যেতে পারেন?
যতটা দেব চাইবে।
সাক্ষাতকারটি আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া।
Be the first to comment on "‘টলিউডে আমার ফেভারিট হিরো…’"