নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হারুনুর রশীদ (২১) নামে এক যুবককে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম এ দন্ডাদেশ দেন। দ-প্রাপ্ত বখাটে যুবক হারুন উপজেলার বেড়বাড়ি গ্রামের প্রবাসী আবু বকর সিদ্দিকের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম জানান, সখীপুর আবাসিক মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীকে হারুন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রীর বাবা, মাসহ ছাত্রী নিজে এসে বখাটের নামে বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দেয়। পরে রাতেই বখাটেকে হাজির করে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, দ-প্রাপ্ত হারুনকে শুক্রবার সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
Be the first to comment on "টাঙ্গাইলে কলেজছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে একজনের কারাদন্ড"