নিউজ ডেস্ক॥ সম্প্রতি সংসদে পাশ হওয়ায় ডিজিটাল সিকিউরিটি আইনটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে মন্তব্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বলেছেন, এটি শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতাই নয়, একইসঙ্গে গণমাধ্যমকর্মী এবং যারা সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর গবেষণা করে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে আগ্রহী তাদের জন্যও বড় একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)তে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি। মানববন্ধনে ইফতেখারুজ্জামান বলেন, আপনারা জানেন ৩২ ধারা রয়েছে, এ আইনের মাধ্যমে ঔপনেবিশিক সময়ের দুইটা অফিসিয়াল সিকিউরিসি আইন পুনরায় নতুন করে স্বীকৃতি দেয়া হয়েছে। যেটি খুবই পশ্চাৎমুখী বলে আমরা মনে করি। তিনি বলেন, যারা স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতা করতে চায় তাদের জন্য বড় ধরণের হুমকির সৃষ্টি হয়েছে। এক ধরণের নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।
Be the first to comment on "ডিজিটাল সিকিউরিটি আইনটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে"